• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
দু'টি কিডনিই বিকল, বাঁচতে চায় সখীপুরের সুলতান

সংগৃহীত ছবি

সারা দেশ

দু'টি কিডনিই বিকল, বাঁচতে চায় সখীপুরের সুলতান

  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া গ্রামের সুলতান মাহমুদের (২৫) দু'টি কিডনিই নষ্ট হয়ে গেছে। বর্তমানে চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যু মুখে ধাবিত হচ্ছেন সুলতান। তাকে বাঁচিয়ে রাখতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। অসুস্থ সুলতান উপজেলার নলুয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। সে দুই সন্তানের জনক।

সুলতানের বাবা সিদ্দিক মিয়া জানান, অভাবের সংসারে ট্রাক চালক ছেলে সুলতান ছিলো উপার্জনের একমাত্র মাধ্যম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির দু'টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। ছেলের চিকিৎসার জন্য বাবা সিদ্দিক মিয়া দিশেহারা। সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সংবাদ প্রকাশ করতে ঘুরছেন সাংবাদিকদের দ্বারে দ্বারে। সুলতান এখন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এমএ সামাদের তত্ত্বাবধানে রয়েছেন। একদিন পরপরই ডায়ালাইসিস করতে হয়। সব মিলিয়ে টাকার অভাবেই জীবন প্রদীপ নিভে যেতে বসেছে সুলতানের।

সুলতানের বাবা সিদ্দিক মিয়া বলেন, এখন একমাত্র সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই সুলতানের কিডনি প্রতিস্থাপন করা সম্ভব। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন। পরিবারের পক্ষে এতো টাকা যোগাড় করা কখনোই সম্ভব না। সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই সুলতান হয়তো সুন্দর এ পৃথিবীতে আরও কিছুদিন বাঁচতে পারবে। সুলতানের মোবাইল নম্বর (০১৮৬৮৭৫৫৮০৭)। সহযোগিতা পাঠানোর যোগাযোগ: সিদ্দিক মিয়া (সুলতানের বাবা),  একাউন্ট নাম্বার: ০২০০০০৭৬৭৬৮০৭, অগ্রণী ব্যাংক, নলুয়া শাখা, সখীপুর, টাঙ্গাইল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads