• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ৫ কিলোমিটার যানজট

ফাইল ছবি

সারা দেশ

কুমিল্লায় ৫ কিলোমিটার যানজট

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া থেকে চান্দিনা পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । আজ মঙ্গলবার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, আসন্ন লকডাউন কে কেন্দ্র করে মহাসড়কে পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। প্রচণ্ড রোদে তীব্র যানজটে দুর্ভোগের পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও  চালকরা।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান জানান, লকডাউনের কারনে কাল থেকে যানবাহন চলাচলে শিথিলতা থাকবে জেনে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। সে কারণে কিছুটা যানজটের সৃষ্টি হলেও গাড়ি থেমে থেমে চলছে। তবে যানজট নিরসনে মহাসড়কের কাজ করছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads