• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
জনশুন্য আখাউড়া

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জনশুন্য আখাউড়া

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২১

করোনা মহামারি ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কঠোরভাবে পালিত হচ্ছে। লকডাউনের প্রথম দিন বুধবার সকাল থেকে সরকারের নির্দেশিত সব নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসন তারা মাঠে নেমে কাজ করছেন। তবে পরিবেশ অনেকটাই রয়েছে শান্তিপূর্ণ।

এদিকে পৌর শহরসহ উপজেলার সর্বত্র হাট-বাজারে নিত্য পণ্য সবজি, ওষুধ ও খাবারের দোকান খোলা থাকলে ছোট বড় অন্যান্য শত শত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জনশূন্য হয়ে আছে রেলওয়ে জংশন স্টেশনেও । জরুরী প্রয়োজন ব্যতীত কোন লোকজন বাসা বাড়ি থেকে বের হচ্ছেন না। ফলে শহরের অলি-গলিসহ সর্বত্র অনেকটাই ফাঁকা হয়ে আছে।

রেলওয়ে স্টেশন পৌর শহরের সড়ক বাজার, লাল বাজার, বড়বাজার, খড়মপুরসহ শহরের বিভিন্ন অলি-গলি ঘুরে এমন চিত্র দেখা যায়। সকাল থেকে দোকানপাট বন্ধ হওয়ায় এক প্রকার জনশূন্য হয়ে আছে। দুএকটি রিকশা অটো রিকশা চলাচল করলে বাকী সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ টিম লকডাউনের পরিস্থিতি সার্বিক ভাবে মনিটরিং করছে। তাছাড়া পৌর শহরের সড়ক বাজার এলাকার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন , সরকারের নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। কেউ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাইরে যেতে হলে মুভিং পাস লাগবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads