• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রায়গঞ্জে কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগ

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আ'লীগ নেতা ও পৌর সভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে ষোলমাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। হামলায় কাউন্সিলরের স্ত্রী শামসুচ্ছনাহার মারাত্বক ভাবে আহত হয়েছেন। তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত ৯টার দিকে মকিমপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পুর্ব শত্রুতার জের ধরে ঘটনা ঘটতে পারে বলে দাবি স্থানীয়দের। রাতেই রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুলতান পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলার শিকার হন কাউন্সিলর সুলতাল মাহমুদ। তিনি এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার রাতে তার স্ত্রী শামসুচ্ছনাহার ছাড়া কেউ বাড়িতে ছিলনা। এ সুযোগে রাত ৯টার দিকে একদল দুর্বৃত্তরা জোরপুর্বক তার বাড়িতে প্রবেশ করে হামলা, ভাংচুর, লুটপাট চালায় এবং তার স্ত্রীকে পিটিয়ে মারাত্বকভাবে আহত করে। এরপর ঘরের ভিতরে অগ্নিসংযোগ করে চলে যায়। স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করে।

ষোল মাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনেন।

কাউন্সিলর সুলতান মাহমুদ জানান, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। সিরাজগঞ্জ থেকে এসে এখানে স্থায়ী বসবাস করার মধ্য দিয়ে দ্বিতীয়বারে মত কাউন্সিলর নির্বাচিত হয়েছি। একারনে স্থানীয় জামায়াত শিবিরের একটি মহল দীর্ঘদিন যাবৎ তার উপর ক্ষিপ্ত ছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় জামায়াত শিবিরের লোকজন তার উপর হামলা চালায়। আমি মারাত্বকভাবে আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। রাতেই আবার তারা সংঘবদ্ধ হয়ে আমার বাড়িতে হামলা  ভাংচুর লুটপাট চালায়। শুধু তাই নয় আমার স্ত্রীকে মারাত্বক আহত করে ঘরের ভিতরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সুষ্ট তদন্ত সাপেক্ষ্যে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপুর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads