• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নখ না কেটেই ২৮ বছর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নখ না কেটেই ২৮ বছর

  • মো. শাহাদৎ হোসেন শাহ, দিনাজপুর
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০২১

কথায় আছে, শখের আগে ঘোড়া  দৌড়ায় না। এক এক জনের এক এক প্রকার শখ থাকে। কেউ আকাশে উড়তে ভালোবাসে, কেউ বা পানিতে ঘুরতে, আবার কেউ কেউ এমন কিছু শখ করে তা একেবারে অন্যরকম। তেমনি শখের বশে ২৮ বছর ধরে নখ রেখেছেন এক যুবক। হাতের নখের প্রতি অনন্য ভালোবাসা স্থাপন করেছে অরুন কুমার সরকার (৩৬) নামে এক যুবক। অরুন নামে এই যুবক গত ২৮ বছর ধরে নিজের হাতের নখ না কেটে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। অরুন কুমার জেলার ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের স্কুল শিক্ষক রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

অরুন জানান, ১৯৯৩ সালে যখন সবেমাত্র প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র, তখন থেকে তার নখ বড় হতে থাকে। এদিকে নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে নখের প্রতি তার এক প্রকার ভালোবাসা জন্মায়, এরপর থেকে সে আর তার নখ কাটতে চায়নি। লোকমুখে শুনে অরুনের এই নখ একনজর দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেকেই তার দোকানে আসেন।

অরুন কুমার সরকার বলেন, হাতে নখ রাখার ব্যাপারটা হঠাৎ করেই শখের বসে। তবে এতে তার তেমন কোনো সমস্যা হয় না।

উপজেলার লক্ষ্মীপুর বাজারে কান্না ডিজিটাল ফটো স্টুডিও নামে একটি স্টুডিও এবং ফ্লাক্সিলোডের দোকান রয়েছে অরুন কুমারের। এই দোকান থেকে তিনি জীবিকা নির্বাহ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads