• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি করে নিয়ে যাওয়ার পথে তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

বুধবার দুপুরে পৌরশহরের খড়মপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নোয়াখালীর রামগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের ইমাইল মিয়ার ছেলে কামরুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোড়াইল গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩২)ও জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এই তিন যুবক মঙ্গলবার রাতে বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াছিন মিয়ার একটি ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। পরে তারা অটোরিক্সাটি বিক্রি করতে পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় নিয়ে আসে। এসময় তাদের গতিবিধি কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে । পরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি )মিজানুর রহমান বলেন, জনতা প্রথমে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই ৩ যুবকে কে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনা তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads