• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যার করোনা ইউনিট চালু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০২১

বেসরকারি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে বিশ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ফিতা কেটে ইউনিটটির উদ্বোধন করেন।

কলেজ অধ্যক্ষ ডাঃ কলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতাল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ড. শাহ মোঃ সেলিম, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোস্তাফা কামাল আজাদ, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, কলেজের পরিচালক ডাঃ মুজিবুর রহমানসহ অন্যান্যরা। হাসপাতালটিতে ৩০টি বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু ও যথা শিঘ্রই আই সি ইউ বেড স্থাপন করা হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, কুমিল্লায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের সিদ্ধান্তের পর প্রথম এই হাসপাতালে করোনা ইউনিট চালু করা হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads