• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
ধামইরহাটে সাংবাদিকসহ আটক ৩

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিলসহ মাহবুব আলম রানা ও সঞ্জয় কুমার দাস নামে দুই কথিত সাংবাদিককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

সারা দেশ

ধামইরহাটে সাংবাদিকসহ আটক ৩

  • ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলায় রুপনারায়নপুর এলাকা থেকে ফেনসিডিলসহ মাহাবুব আলম রানা (৩২) ও সঞ্জয় কুমার দাশ জয় (২৭) নামে দুই জন কথিত সাংবাদিককে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধামইরহাট উপজেলার রুপনারায়নপুর থেকে দুই বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃত মাহাবুব আলম রানা নিজেকে দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিয়ে আসতেন। সে নওগাঁ সদর উপজেলার লাটাপাড়া মহল্লার আবুল কালাম আজাদের ছেলে। অপর সঞ্জয় কুমার দাশ জয় নিজেকে বিবিসি নিউজ২৪ ডটকম এর নওগাঁ জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে আসছিলেন। তিনি নওগাঁ হাট-নওগাঁ সদরের কালীতলা এলাকার সন্তোষ কুমার দাশের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, তারা সাংবাদিক পরিচয় দিয়ে নিয়মিত ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন স্থানে ফেনসিডিল খাওয়ার জন্য আসত এবং সাথে নিয়ে যেত। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার রুপনারায়নপুর থেকে ফেনসিডিল সহ তাদের হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের হয়েছে।

শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে তাদেরকে প্রেরণ করা হয়েছে।

ওসি আরো বলেন কথিত সাংবাদিক মাহবুব আলম রানার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোমধ্যে নওগাঁর পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো.গোলাম কবির এর নেতৃত্বে বিজিবি সদস্যরা বৃহস্পতিবার বিকেলে বীরগ্রাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে অভিযান চালায়। অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ উপজেলার রঘুনাথপুর গ্রামের সাহাবুল ইসলামের ছেলে মো.মেহেদী হাসান (২৫) কে আটক করে। আটক মাদক চোরাকারবারীকে মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে আটককৃতদের মাদক আইনে মামলা দায়ের পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads