• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সুনামগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২১

সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মার্কেটের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে জেলার জগন্নাথপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার জগন্নাথপুর উপজেলার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কের সামনে অবস্থিত একটি মার্কেটে আজ শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে হঠাৎ আগুন লাগে। এঘটনা খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই মার্কেটের তামিম ভেরাইটিজ স্টোর, তুহিন ভেরাইটিজ স্টোর, সালমা ভেরাইটিজ স্টোর, রতন হেয়ার ড্রেসার ও ১টি ফলের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের ইনর্চাজ মোঃ আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads