• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় যুবক আটক

সংগৃহীত ছবি

সারা দেশ

ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় যুবক আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী ও ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দেওয়া অভিযোগে মোহাম্মদ রাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রাজু উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের উসমান মিয়ার ছেলে।

শুক্রবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে দক্ষিণ ইউনিয়নের গাজিরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার একটি ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে।

পুলিশ জানায়, রাজু বেশ কিছুদিন ধরে তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী মিথ্যা ও ভূুয়া বিভিন্ন স্ট্যাটাস প্রচার করে আসছে। এমনকি ফেসবুকে তার স্ট্যাটাস থেকে সাংবাদিকরা ও বাদ যায়নি। বিষয়টি নজরে আসলে তাকে আটক করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে জেল হাজতে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads