• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
গৌরীপুরে ৭টি ঘর আগুনে পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গৌরীপুরে ৭টি ঘর আগুনে পুড়ে ছাই

  • গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ গ্রামে অগ্নিকাণ্ডে ৭টি ঘরে পুড়ে গেছে।

গতকাল শনিবার (২৪ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যা ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডটি এনায়েত হোসেন আকন্দের গোয়ালঘর থেকে বৈদুতিক তারের সাহায্যে দ্রুত ছড়িয়ে পরে। এতে ২টি বসতঘর, ২টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর সম্পূর্ণ ও একটি বসতঘরের আংশিক পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে মৃত রইছ উদ্দীন আকন্দের ছেলে এনায়েত হোসেন আকন্দ, বিল্লাল ফকির, একদিল হোসেন আকন্দ ও মৃত সৈয়দ আঃ বারীর ছেলে সৈয়দ মুজিবুর রহমান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এনায়েত হোসেন আকন্দ এ প্রতিবেদককে বলেন, আমাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। আমার বড় ছেলে শাহাদাত আকন্দের এসএসসি ও ডিপ্লোমার সার্টিফিকেট, ছোট ছেলে এবাদত আকন্দের এসএসসির সার্টিফিকেট, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, কাপড়-চোপড়, ধান-চাল, আসবাবপত্রসহ ট্রাংকে গচ্ছিত গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকাও পুড়ে যায়। আগুনে পুড়ে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে আমাদের প্রায় ১৪-১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের পরে রাত ১১টায় স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, বোকাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন হাঁড়িপাতিল, কাপড় সহায়তা দেন।

ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ বলেন, তাৎক্ষণিক প্রয়োজনীয় নিত্যপণ্য, কাপড়-চোপড় প্রদান করেছি। নতুন করে ঘর নির্মাণের জন্য কিছু টিনের ব্যবস্থা করেছি। আগামীকাল তাদের হাতে তুলে দেয়া হবে।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করেছি। চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি অনুদান দেয়ার চেষ্টা করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads