• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সেনবাগে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২১

সেনবাগের স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান এবং চলমান করোনা মহামারীর লকডাউনে অসহায় হয়ে পড়া সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নের ৩০০ পরিবারের মাঝে উপহার ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ও রোববার রাতে মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও মোহাম্মদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রত্যাশী ফিরোজ আলম রিগানের সার্বিকভাবে তত্বাবধানে গরীর অসহায় ও কর্মহীন হয়ে পড়া লোকজনের বাড়ি বাড়ি গিয়ে ওই উপহার সামগ্রীগুলো পৌছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মানব সেবা ফাউন্ডেশন এর সভাপতি জাহিদুল ইসলাম আমান, সহ সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক আবু শাকের রিয়াদ, দপ্তর বিষয়ক সম্পাদক শেখ ফিরোজ, সদস্য আবুল কালাম, এরশাদ হোসেন, ফারুক হোসেন, রুবেল হোসেন, সোহরাব হোসেন, রিপাত ও আশিক প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, ৩ কেজি চাউল, ১ কেজি ছোলা, ১কেজি,আলু ,১ কেজি বুটের ডাল, আধা কেজি মুড়ি ।

ফিরোজ আলম রিগান বলেন, ভবিষ্যতে আমি এই রকম জনকল্যাণমুখী কাজের ধারা অব্যাহত রাখতে চাই এবং আজীবন অত্র ইউনিয়ন তথা সেনবাগের অসহায় জনসাধারণের সুখে দুঃখে পাশে দাঁড়াতে চাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads