• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
মাছ ধরাকে কেন্দ্র করে জেলে খুন, গ্রেপ্তার ২

সংগৃহীত ছবি

সারা দেশ

মাছ ধরাকে কেন্দ্র করে জেলে খুন, গ্রেপ্তার ২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২১

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জেলে নিহত হয়েছেন।

গতকাল রোববার রাতে উপজেলার পশারিবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পরেশ হাওলাদার (৬০) পশারিবুনিয়া গ্রামের সখানাথ হাওলাদারের ছেলে।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে।

নিহতের স্বজনরা জানান, রবিবার রাত ১০টার দিকে পশারিবুনিয়া গ্রামের নাথপাড়া জুগির খালে জাল ফেলতে যায় ওই গ্রামের তিন জেলে। এ সময় একই স্থানে পূর্ব থেকেই জাল দিয়ে মাছ ধরছিলেন পরেশ। তাই তিনি ওই তিনজনকে সেখানে জাল ফেলতে নিষেধ করেন। এ সময় তাদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে ওই তিন জেলে মিলে পরেশকে মারধোর করে। মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে পরেশ দৌঁড়ে নিকটেই তার বাড়িতে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ে মিতালী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমান বিশ্বাস। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নির্মল হাওলাদার (৬৫) ও তার ছেলে সুব্রত হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads