• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

আটঘরিয়ায় মশায় অতিষ্ট শিশু ও বয়স্করা

  • আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০২১

পাবনার আটঘরিয়ায় মশায় উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে শিশু থেকে বয়স্করা। ঘরে বাইরে সবখানেই এক অবস্থা। কয়েল স্প্রে ও মশারী ব্যবহার করেও মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না মানুষ। তবে মশা নিধনে নেই কোনো কার্যকর ভূমিকা। ডোবা ও লেকগুলো ময়লায় আর আর্বজনায় পরিপূর্ন হয়ে থাকায় খালের পানিতে অ‍তিমাত্রায় দূষণের কারণে মশার উপদ্রব বেড়ে গেছে। আর এ পচা পানির কারণে মশার যন্ত্রাণা বেশি বলে জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, আটঘরিয়া পৌরসভা, দেবোত্তর, একদন্ত, লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নের শতাধিক গ্রামের মানুষ মশার অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে পচা পানির কারনে মশার উৎপাতটা বেশি। উপজেলার প্রায় সকল মানুষ মশার যন্ত্রণায় এখন নির্ঘ‍ুম রাত কাটাচ্ছে।

উপজেলার বাসীন্দা আব্দুর রাজ্জাক বলেন, আগে আমাদের এলাকাতে এত মশা ছিলো না। এই পচা পানি আসার পর থেকে মশার উপদ্রব বাড়তে থাকে।

পৌর সভার স্থানীয়দের সাথে কথা বলেন জানা গেছে, কয়েল জ্বালিয়ে, ধূপ পুড়িয়ে অ্যারোসল স্প্রে কিংবা মশার মাড়ার বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করেও মশার যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে একেবারেই নির্বিকার জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ। নোংরা ড্রেন ও জলাশয় গুলো পরিস্কার করা হচ্ছে না বলে অভিযাগ করেছেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads