• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে মেঘনা নদীতে থামছে না চাঁদাবাজি

সংগৃহীত ছবি

সারা দেশ

চাঁদপুরে মেঘনা নদীতে থামছে না চাঁদাবাজি

  • মো. মহিউদ্দিন আল আজাদ, চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০২১

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের পদ্মানদীতে জাহাজ ও বাল্কহেড থেকে কোনোভাবেই থামছে না চাঁদাবাজি। প্রতিদিন হচ্ছে লক্ষাধিক টাকার চাঁদাবাজি। চাঁদা না দিলে হয়রানি ও মারধরের শিকার হচ্ছে বাল্কহেড ও জাহাজের সারেংরা।

জানা গেছে, রাজরাজেশ্বর হতে কাচিকাটা খাল পর্যন্ত নৌরুটে পণ্যবাহী জাহাজ বাল্কহেডসহ মালামাল বহনকারী এসব যানবাহনের নির্বিঘ্নে চলাচল ও নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ কার্গোট্রলার বাল্কহেড শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মাইনউদ্দিন ঢালি ও দেলোয়ার হোসেন বেপারীকে যৌথভাবে মার্কারম্যান হিসেবে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়। বিনিময়ে সারেংরা মার্কারম্যানদের পারাপারে একটি টোল দিয়ে থাকে যা তাদের ফেডারেশন থেকে নির্ধারিত হয়ে থাকে। তবে নির্ধারিত মার্কারম্যান ছাড়া অবৈধভাবে প্রতিনিয়ত চাঁদাবাজি করে আসছে সংঘবদ্ধ পাঁচটি চক্র। এরা হলো সেলিম হাওলাদার, নূর মোহাম্মদ গাজী, সফিউল্লাহ প্রধানিয়া, ইসমাইল ও টিপু গাজীসহ স্থানীয় এই প্রভাবশালীচক্র। সংঘবদ্ধভাবে তারা জোরপূর্বক মাঝ নদীতে ট্রলারযোগে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী জাহাজ ও বাল্কহেড থেকে দৈনিক লক্ষ টাকার চাঁদা তোলে যাচ্ছে। চাঁদা দিতে সারেংরা অস্বীকার করলে মারধরের শিকারও হচ্ছেন।

ভুক্তভোগীরা জানিয়েছে, প্রতিদিন রাজরাজেশ্বর-কাচিকাটা খাল নৌ-রুটে শত শত পণ্যবাহী জাহাজ ও বালুবাহী বাল্কহেড থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। আর এই চাঁদাবাজির টাকা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তার মধ্যে ভাগ-ভাটোয়ারা হয়। অবৈধ চাঁদা আদায়ের দায়ে সেলিম হাওলাদারকে পুলিশ একাধিকবার গ্রেপ্তার করলেও বন্ধ হয়নি তার চাঁদাবাজি। রাজরাজেশ্বর ইউনিয়নে প্রতিনিয়ত এমন চাঁদাবাজি হলেও সেখানে প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। দুই এক বার এসব চাঁদা আদায়কারীদের নৌকা নৌ-পুলিশ জব্দ করলেও এখন তারা নরসিংহপুর নৌ-পুলিশের কিছু সদস্যের সহযোগিতায় চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান বলেন, আমরা এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। তবে আপনাদের এই তথ্য যদি সঠিক হয়, তবে আমরা অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads