• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কুমিল্লায় প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০২১

কুমিল্লায় পৃথক অভিযানে বুড়িচং ও সদর উপজেলা থেকে ১৯ হাজার ৮৮০পিস ইয়াবা, হুইস্কিসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রাম বাজার ও সদর থানার আমতলী বিশ্বরোড এলাকায় থেকে রাতে পৃথক অভিযানে মোঃ মাহাবুল মিয়া এর নিকট থেকে ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ও ৬ বোতল হুইসকি এবং কোতয়ালী থানার আমতলী বিশ্বরোড এলাকা থেকে আব্দুর রহমান ভুট্টো ও মোঃ শাহ আলমের কাছ থেকে ১৫ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বুড়িচংথানার পিতাম্বর মধ্যমপাড়া গ্রামের মৃত আব্দুল হাশেম এর ছেলে মোঃ মাহাবুল মিয়া (২৫), কক্সবাজার জেলার টেকনাফ থানার ডেইলিপাড়া গ্রামের মৃত খলিলুর রহমান এর ছেলে আব্দুর রহমান বুদ্ধ (৪৩) ও কক্সবাজার সদর থানার ঈদগা আউলিয়াবাদ গ্রামের কালা মিয়া এর ছেলে মোঃ শাহ আলম (৫৫)। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর কোম্পানী অধিনায়ক, উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও হুইসকিসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads