• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ফকিরহাটে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ০২ মে ২০২১

বাগেরহাটের ফকিরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।

আজ রোববার (২ মে) দুপুরে ফকিরহাট উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো:আব্দুল হাকিম, উপজেলা কৃষি অফিসার মো: নাছরুল মিল্লাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ: দ:) মনোতোষ কুমার মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু প্রমূখ। খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশের পরিচালনায় এসময় ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।

২০২১ সালের বোরো মৌসুমে ফকিরহাট উপজেলা থেকে ২৭ টাকা ধরে ১ হাজার ২‘শ ৯২ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, সারাদেশের মত ফকিরহাটেও সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads