• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সুনামগঞ্জে ছয় টুকরো লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৬

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মে ২০২১

সুনামগঞ্জে হাওরের পানি থেকে মস্তক বিহীন ৬ টুকরো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় জড়িত এক নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- জেলার দিরাই উপজেলার ইসলামপুর গ্রামের আল-বাহার বেগম (৩৮), ভাংগা গ্রামের সত্য রঞ্জন দাস (৩৫), আব্দুল বারেক (৫২), নরোত্তমপুর গ্রামের নাসির উদ্দিন (৩৭), লুৎফুর রহমান (৩৫) ও দাউদপুর গ্রামের নাজমুল হোসাইন (৪২)।

আজ বৃহস্পতিবার (৬ মে) দুপুরে র‌্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে- গত ১ মে রাতে জেলার দিরাই উপজেলার বরাম হাওর থেকে মস্তক বিহীন ৬ টুকরো অজ্ঞাত ব্যক্তির যে লাশ উদ্ধার করা হয়েছিল তার পরিচয় পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম- দুদু মিয়া (৪১)। তিনি দিরাই উপজেলার মঙ্গলপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব ৯এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান- আর্থিক লেনদেন নিয়ে দুদু মিয়া ও তার আত্মীয়-স্বজনরা একই গ্রামের কবির মিয়াকে সামাজিক ভাবে অপমান করে। তারই জের ধরে দুদু মিয়াকে হত্যা করে এবং তার লাশ ৬ টুকরো করে বরাম হাওরের পানিতে নিয়ে ফেলে দিয়েছে বলে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

তবে এঘটনার মূল হোতা কবিরকে আটক করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃত ৬ জনকে আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads