• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আত্রাইয়ে কৃষি উপকরণ বিতরণ

  • আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মে ২০২১

নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রনোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকের হাতে উপকরণগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম ও মমতাজ বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার কুন্ডু, উপ-সহকারী কৃষি অফিসার দীজেন চন্দ্র সরকার, ওসমান আলী, কেরামত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের ধান, গম, ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষন এবং বিতরণ প্রকল্পে কৃষক পর্যায়ে কৃষি উপকরণ বিতরণের সিদ্ধান্ত হয়। এ লক্ষে দু’জন কৃষকের মাঝে ২টি সিড ড্রায়ার মেশিন, ৪টি ওয়েট মেশিন, ৮টি শেলায় মেশিন, ৮০ টি ছোট বড় ব্যাগ, ২টি ইরি টোকন(বীজ সংরক্ষন) ব্যাগ বিতরণ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads