• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

মহাদেবপুরে অসহায়দের মাঝে সাড়ে ৮লক্ষ টাকার চেক বিতরণ

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ মে ২০২১

নওগাঁর মহাদেবপুরে আজ বৃহস্পতিবার অসহায় ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের মাঝে সাড়ে ৮লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।

স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর আরিফ প্রামানিক। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার মোঃ মাকসুদুর রহমান, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজদ, নওগাঁর জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমুখ।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় এ উপজেলার ১৭ জনকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৮লক্ষ টাকার চেক প্রধান অতিথি এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম তুলে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads