• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

চার শতাধিক রিকশা চালককে ঈদ সামগ্রী দিল ‘স্বপ্নতরী‘

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 'স্বপ্নতরী' নামে একটি সেচ্ছাসেবী সংগঠন চলার পথে ৪ শতাধিক রিকশা চালকেদের মাঝে আজ শুক্রবার সকালে ঈদ সামগ্রী তুলে দিয়েছেন। লাল সবুজের মিশ্রণের পোশাক পড়া কিছু যুবক রাস্তায় রিকশা থামিয়ে একে একে চালকদের মাঝে তারা ঈদ সামগ্রী তুলে দেন। ঈদ সামগ্রী পেয়ে অসহায় চালকরা বেজায় খুশি। ওইসব সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, নারিকেল, চিনি, বাদাম, কিসমিস। পাশাপাশি পথচারিদের মাঝে তারা ২ হাজার মাস্ক বিতরণ করেন।

ওই সংগঠনের লোকজন পৌর শহরের সড়ক বাজার, উপজেলার আজমপুর, গাজীরবাজার, কর্ণেল বাজার, ধরখার, তন্তর এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।

আখাউড়া পৌর শহরের সড়ক বাজার এলাকায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ভূঁইয়া স্বপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, স্বপ্নতরী সংগঠনের সভাপতি মাকসুদুল আলম, সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, এসবি লিটন, মো. মোস্তাকিম, বিএম ফরহাদ, মো. মিনহাজুল প্রমুখ।

স্বপ্নতরীর সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম বলেন, করোনাকালীন সময়ে মানুষ খুবই অসহায় অবস্থায় আছে। আমরা আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কিছু একটা করার চেষ্টা করেছি।

রিকশা চালক মানিক মিয়া বলেন, যাত্রী নিয়ে আখাউড়া শহরের দিকে আসছি। হঠাৎ দেখি কিছু যুবক রিকশা থামিয়ে দিচ্ছে। প্রথম মনটা খারাপ হলে ও পরে সামগ্রী পেয়ে তিনি খুবই খুশি হয়েছেন। তিনি আরো বলেন, এমনিতেই আয় রোজগার কম। কিভাবে ঈদের সেমাই কিনব তা নিয়ে চিন্তায় ছিলাম। স্বপ্নতরী ওইসব সামগ্রী দেওয়ায় চিন্তা দুর হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads