• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

রায়পুরায় ২৪টি ইউনিয়নে ৩ হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মে ২০২১

নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ২৪টি ইউনিয়নের ৩ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রিয়াদ আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ শনিবার সকালে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এসব খাদ্য সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাদেক। পরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পিক-আপ ভ্যানের মাধ্যমে বাকি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রিয়াদ আহমেদ সরকার বলেন, করোনার প্রথম থেকে কাজ করে যাচ্ছি। যতদিন বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব থাকবে ততদিন আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসহায় মানুষের পাশে আছি আগামীতেও থাকবো। রায়পুর উপজেলায় ২৪ ইউনিয়নে ৩ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads