• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

সারা দেশে সড়কে  ঝরল ১৯ প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ মে ২০২১

সারা দেশে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ জন। এর মধ্যে টাঙ্গাইলে ৬ জন, ফেনীতে ৪ জন, গাজীপুরে ২ জন, সিরাজগঞ্জে ২ জন, বগুড়ায় ২ জন, গোপালগঞ্জে একজন, মাদারীপুরে একজন ও সিলেটে একজন রয়েছেন। বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল : পৃথক দুর্ঘটনায় এ জেলায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে মির্জাপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার টিয়াড়ি গ্রামের এমদাদুল হকের ছেলে

গোলাম মন্ডল শামিম (৩০), তার ভাই সৌরভ মিয়া (২৫) ও মাই‌ক্রোবাসের চালক (তার প‌রিচয় পাওয়া যায়‌নি)। আহত হয়েছেন শা‌মি‌মের স্ত্রী মিম আক্তার।

মির্জাপুর ফায়ার সা‌র্ভিসের সাবস্টেশ‌ন অফিসার আহমদ হো‌সেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সদর উপজেলায় দুটি সিএনজিচা‌লিত অটোরিকশার মুখোমুখি সংঘ‌র্ষে ঠিকাদারসহ দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন। এ ছাড়া ঘাটাই‌ল উপ‌জেলার হা‌মিদপুরে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন।

সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের সদর উপজেলার আশেকপুর বাইপাস সংলগ্ন ইন্দুটিয়া এবং ঘাটাইল উপজেলার হা‌মিদপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত তিনজ‌নের ম‌ধ্যে একজনের প‌রিচয় পাওয়া গে‌ছে। তিনি হলেন, ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজাল হোসেন (৩৮)। আহতরা হলেন ভুঞাপুর উপজেলার রামপুর গ্রামের সূর্যক্রান্তির ছেলে লহ্মণ (৩৫), জীবন (৩৫), মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস (৩২) ও কুড়িগ্রামের চিলমারী উপ‌জেলার ওয়াহেদ মিয়া (৪৫)।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ নবীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফেনী : জেলার ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বেলা ১১টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আরিফুর রহমান ও হাজেরা বেগম। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহত একজন ফেনী সদর হাসপাতালে ভর্তি আছেন। তার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বক্সমাহমুদে।

ছাগলনাইয়া মডেল থানা পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পিকআপভ্যানসহ চালক পালিয়ে গেছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

গাজীপুর : জেলার কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরো এক আরোহী আহত হয়ে হাসপাতাল ভর্তি আছেন। সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর কাওয়ালী গ্রামের বেটু খানের ছেলে শফিক (৩৬)। আহত সজিব (২৬) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আক্তারামপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, কালিয়াকৈর সদর থেকে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল যোগে শফিকসহ তিন যুবক রওনা দেন। মোটরসাইকেলটি উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান সেটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা শফিকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর অরোহী সজিব আহত হন। স্থানীয়রা আহত সজিবকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সিরাজগঞ্জ : জেলা সদর ও কামারখন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুটি দুর্ঘটনার আহত হয়েছেন আরো দুজন। বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ শিল্পপার্ক এলাকায় এবং সকালে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন ১ নম্বর ব্লকের মৃত ছবের আলীর ছেলে আলামিন (২৫) ও শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শাহজামাল শেখের ছেলে বাবুল শেখ (৩০)। আহতদের মধ্যে নিহত বাবুল শেখের ভাই তারিকুল ইসলামের (২৭) পরিচয় জানা গেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই শাহিন চৌধুরী জানান, বিকালে আলামিন সাইকেলে তার বন্ধুকে সঙ্গে নিয়ে কড্ডা মোড়ে যাচ্ছিলেন। পথে সয়দাবাদের শিল্পপার্ক এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে আলামিনসহ মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়ার পথে আলামিন মারা যান।

অপরদিকে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, বুধবার সকালে বাবুল ও তরিকুল দুই ভাই মোটরসাইকেলে করে কড্ডার দিকে যাচ্ছিলেন। পথে কোনাবাড়ি এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে তাদের চাপা দিলে দুজনই আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বাবুল মারা যান।

বগুড়া : জেলায় পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। তারা হলেন হাফিজা বেগম (৬৫) ও ফাইজুর (৫০)। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, হাইওয়ে থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের মোকামতলা এলাকায় মহাসড়কে একটি মুরগিবাহী পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বলে পুলিশ জানায়। এতে ফাইজুল ইসলাম নামে ইজিবাইক চালক নিহত হন।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে কাভার্ডভ্যানের চাপায় ফাইজুর মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার তারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজুর মিয়া গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভাটিয়াপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ফাইজুর মিয়া একটি ভ্যানে করে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন। ভ্যানটি তারাইল পূর্বপাড়া এলাকায় সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানের যাত্রী ফাইজুর মিয়া নিহত হন। গুরুতর আহত হন ভ্যানচালক। আহত ভ্যানচালককে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর : জেলার শিবচরে একটি চলন্ত মাহিন্দ্রা (থ্রি হুইলার) থেকে পড়ে গিয়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে সিদ্দিক সরকার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকাল ৪টার দিকে শিবচর পৌরসভার বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক ভোলা সদর উপজেলার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে সুরতহাল রিপোর্ট তৈরি করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

সিলেট : সিলেটে-ঢাকা মহাসড়কে এবার প্রাণ গেল এক মাদরাসা অধ্যক্ষের। দুপুর ১২টায় মহাসড়কের ওসমানীনগর এলাকায় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার গোয়ালাবাজার হজরত শাহজালাল ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলামকে (৫৫) ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুর ২টার দিকে মারা যান। আমিরুল ইসলাম ওসমানীনগরের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads