• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সিরাজগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

  • সোহেল রানা, সিরাজগঞ্জ
  • প্রকাশিত ২৩ মে ২০২১

করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনেও মধ্যে সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।

গতকাল শনিবার (২২ মে) গভীর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করা হয়।

আজ রবিবার (২৩ মে) বেলা ১১টার দিকে এ তথ্য চিশ্চিত করেছেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান, উপজেলার রাজাপুর ইউনিয়নের কদমতলী গ্রামে নবম শ্রেণী ছাত্রী (১৫) কে বাল্যবিয়ে দিচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়ীতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একই উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়ীয়া গ্রামের দিনমজুর (২৫) এর সাথে বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্কা হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের পিতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

তিনি আরো জানান, পরে কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads