• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাসের বডি কেটে উদ্ধার করা হলো নিহত, আহত যাত্রীদের

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ মে ২০২১

ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় এক বাসের ধাক্কায় আপর বাসের ১ যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার (২৪ মে) সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজায় সিরাজদিখান পরিবহনের একটি বাস টোল দেওয়ার সময় পিছন থেকে আনন্দ তাজ পরিবহনের একট বাস ধাক্কা দিলে সিরাজদিখান পরিবহনের বাসটির পেছনের অংশ দুমড়ে মুচরে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তিকে (৫০) উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত ঢাকার জুরাইনের ইউসুফ (১২), ফাতেমা (১৭), ডালী আক্তার (৪০) ও ফায়ার ফাইটার মো: আল মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান মো: আজাদ জানান, ঢাকা-মাওয়া নিমতলায় মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার সামনে সিরাজদিখান পরিবহনের বাসকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে সিরাজদিখান পরিবহনের পেছনের অনেকটা অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত বাসটিকে কেটে যাত্রীদের বের করে আনি। গুরুতর আহত এক ব্যাক্তি পুরুষকে (৫০)শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে আমরা হাসপাতালে লাশ রেখে আসছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads