• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
খুন করে পালানোর সময় পুলিশের হাতে ৬ কিশোর আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

খুন করে পালানোর সময় পুলিশের হাতে ৬ কিশোর আটক

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ মে ২০২১

রাজধানীর কদমতলী থানাধীন শনিরআখড়া এলাকায় ইয়াসিন আরাফাত (১৮) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময়  ৬ কিশোরকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শনিরআখড়া আরএস শপিং কমপ্লেক্সের সামনে ইয়াসিনকে ছুরিকাঘাত করে কয়েক কিশোর। এদের মধ্যে ৬ কিশোর ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে পায়ে হেটে মুন্সিগঞ্জের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাজৈন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে তারা টহল পুলিশের চোখে পড়ে যায়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে শনিরআখড়ায় একজনকে ছুরিকাঘাত করে তারা মাওয়ার দিকে পালিয়ে যাচ্ছিল।

এদিকে ছুরিকাঘাতে গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল ৬টার দিকে হঃছচিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল আলীম। কদমতলীর পাটেরবাগ মসজিদ সংলগ্ন একটি বাসায় পরিবারের সাথে থাকতো ইয়াসিন আরাফাত।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর জানান, রাতে খবর পাই কে বা কারা আরাফাত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করেছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আরাফাতকে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৬টার দিকে মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এসআই স্বপন কুমার দাসের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঢাকা-মাওয়া মহাসড়কের কারাগার এলাকায় টহল ডিউটি করছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ৬ কিশোরকে মহাসড়ক দিয়ে হেটে যেতে দেখে তাদের থামান টহল টিমের সদস্যরা। একে তো গভীর রাত, তার ওপর ৬ জনই কিশোর। এক জনের পরনের পোশাকে রক্ত লেগে ছিল। এসব কারণে তাদের জিজ্ঞাসাবাদ করলে একেকজন এলোমেলো উত্তর দেয়। পরে তাদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা জানান, রাজধানীর শনিরআখড়া এলাকায় একজনকে ছুরিকাঘাত করে তারা পালাচ্ছিলো। পরে কদমতলী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। শুক্রবার সকালে আটক কিশোরদের কদমতলী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads