• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

এবার ঘরে বসেই দেয়া যাবে জমির খাজনা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মে ২০২১

এবার ডিজিটালের ছো‍ঁয়া লগেছে ভূমি অফিসেও। এখন থেকে ঘরে বসেই দেওয়া যাবে ভূমির উন্নয়ন কর বা জমির খাজনা। ইতিমধ্যে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সরকার কর্তৃক ভূমি উন্নয়ন কর, ভূমির খাজনা ডিজিটাল করার কার্যক্রম শুরু করেছে। শুরু হয়েছে প্রচার প্রচারনাও। সরকারের সিদ্ধান্তনুযায়ী আগামী ৩০ জুন থেকে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে আর ভূমি উন্নয়ন কর আদায় করা হবে না। এর পরিবর্তে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, সরকারের সিদ্ধান্তনুযায়ী আগামী ৩০ জুন থেকে ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিসে না গিয়ে অর্থাৎ ঘরে বসে কিংবা প্রবাসীরা সেখান থেকেই ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করে দাখিলা সংগ্রহ করতে পারবেন। এ লক্ষ্যে উপজেলার সব ইউনিয়নের মৌজাওয়ারী ভূমি মালিকের তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়ার কার্যক্রম শুরু করেছেন তার দপ্তর।

উপজেলা ভূমি অফিস থেকে রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, পূর্ববর্তী দাখিলার কপি , প্রয়োজনে খতিয়ানের কপি ও দলিল নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করে ফ্রি রেজিস্ট্রেশন করার জন্য জমি মালিকদের আহ্বান জানিয়েছেন তিনি। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে যা করতে হবে ঘরে বসেই ভূমি মালিকরা www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd ওয়েবসাইডে প্রবেশ করে মোবাইল নম্বর, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, ও জন্ম তারিখ লিখতে হবে। এরপরই মোবাইল ফোনে একটি ৬ ডিজিটের কোড যাবে। মোবাইলে আসা কোড লিখে পরবর্তী ব্যটনে ক্লিক করলে নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন সম্পন্ন হলে প্রোফাইলের জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আইডিতে লগইন করতে হবে।

তবে ভূমি মালিকরা যদি নিজেরা এ কাজ সম্পন্ন করতে না পারেন তাহলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের সহযোগিতা নিয়ে নিবন্ধন করতে পারেন। এ ক্ষেত্রে প্রতিটি নিবন্ধনের জন্য উদ্যোক্তারা ১০ টাকা করে পাবেন। নাগরিকদের কোন খরচ বহন করতে হবে না। এ ছাড়া সংশ্লিষ্ট তহশিল অফিসে গিয়ে বিনা খরচে অনলাইন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে জমি মালিকগণ পৌর ভূমি অফিসসহ উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছেন। এতে করে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ভিড় করছেন জমির মালিকরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা ভূমির খাজনা আদায় ব্যবস্থাকে ডিজিটাল করার কার্যক্রম শুরু করা হয়েছে। চলতি বছরের জুলাই মাস থেকে সব ভূমির উন্নয়ন কর অনলাইনের মাধ্যমে নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads