• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইলে চিকিৎসা অবহেলায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ, সংঘর্ষে আহত ৫

প্রতীকী ছবি

সারা দেশ

টাঙ্গাইলে চিকিৎসা অবহেলায় মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ, সংঘর্ষে আহত ৫

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুন ২০২১

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ সময় হাসপাতালে ভাংচুর রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে টাঙ্গাইল সদরউপজেলার হুগরা এলাকার মুক্তিযোদ্ধা নুর ই খোদা রায়েজ হার্ট অ্যাট্যাক করলে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় তাকে তাৎক্ষণক চিকিৎসা সেবা না দিয়ে ফ্লোরে ফেলে রাখেন। পরে কর্তব্যরত নার্স একটি ইনজেকশন দিতে হবে বলে স্বজনদের কাছ থেকে ৪ হাজার টাকা দাবী করেন। টাকা দেয়ার পর অসুস্থ্য মুক্তিযোদ্ধাকে ইনজেকশন দেয়া হলেও কোন ডাক্তার তাকে দেখেনি। রাত সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা রায়েজ মারা গেলে স্বজনরা চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাংচুর চালায়। এ সময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বেশ কয়েকজনকে সাথে নিয়ে এসে মৃত মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলা চালায়। এ সময় কমপক্ষে ৫ জন আহত হয়।

পরবর্তীতে স্বজনরা লাশ নিয়ে বাড়ি যেতে চাইলে লাশ নিতে বাধা দেয় হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজিব। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছেলে ইমরান বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা অবহেলার পরেও লাশ নিতে বাধা দেয়ায় অভিযুক্ত আবাসিক অফিসার আরএমওসহ তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ দিকে হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা জানান, তার সামনেই আবাসিক মেডিকেল অফিসার তার লোকজন নিয়ে মৃত মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলা চালিয়ে লাশ নিতে বাধা দিয়েছে। তিনিও অভিযুক্ত আরএমও শাস্তি দাবি করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবাসিক চিকিৎসক শফিকুল ইসলাম সজিব। তার দাবী, রোগীর স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads