• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কুমিল্লায় বৃষ্টির পানি পড়া নিয়ে দ্বন্দ্বে চাচাকে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জুন ২০২১

বৃষ্টির পানি টিনের চাল গড়িয়ে বাড়ির সীমানায় পড়া নিয়ে বাকবিতন্ডার ফাঁকে ভাতিজার রডের আঘাতে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ চাচা।

গতকাল বৃহস্পতিবার (৩ জুন) রাত নয়টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর গ্রামের ওই ঘটনা ঘটে। নিহত নুরু মিয়া (৮০) দিলালপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পিতার হত্যার ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেছে। পুলিশ হত্যার ঘটনার সাথে জড়িত নিহতের ভাতিজা অলি উল্লাহকে (৩০) গ্রেপ্তার করেছে। তবে তার ছোট ভাই রহমত উল্লাহ পলাতক রয়েছেন। ঘাতক ওই দু’জন নিহতের ভাই আলী আকবরের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্রে জানাযায়, নিহত নুরু মিয়ার বসত বাড়িতে বৃষ্টি এলে ভাতিজা অলি উল্লাহর চালের পানি গড়িয়ে পরতো। এতে নুরু মিয়ার চলাচলে বিঘ্ন ঘটতো। তাই বৃষ্টির পানি নামার জন্য পাইপের ব্যবস্থা করে দিতে ভাতিজাকে বলেন নুরু মিয়া। এতে ভাতিজা অলি উল্লাহ অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বসত ঘর থেকে লোহার রড এনে চাচার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই লুটিয়ে পরে নুরু মিয়া। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা: সিরাজুল ইসলাম মানিক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, নিহতের মেয়ে বদী হয়ে অলি উল্লাহ (৩০) ও তার ছোট ভাই রহমত উল্লাহর (২০) বিরুদ্ধে থানায় মামলা করেছে। পুলিশ অলি উল্লাহকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads