• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯
মনোহরগঞ্জের অনন্য দৃষ্টান্ত তাহেরপুর মিয়াবাড়ী জামে মসজিদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের প্রায় ২০০ বছরের পুরোনো তাহেরপুর মিয়া বাড়ী জামে মসজিদ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মনোহরগঞ্জের অনন্য দৃষ্টান্ত তাহেরপুর মিয়াবাড়ী জামে মসজিদ

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ১১ জুন ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৮নং খিলা ইউনিয়নের তাহেরপুর গ্রামে দাড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরনো তাহেরপুর মিয়াবাড়ী জামে মসজিদ। বৈচিত্রময় মসজিদটি প্রতিষ্ঠা করেন ২০০ বছর আগে শেখ তাগের আলী মজুমদার। ১৮৭৮ সালে একটি দলিলের মাধ্যমে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। এমনটাই জানান ঐ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মনোহরগঞ্জের শরীফপুর শাহ শরীফ জামে মসজিদের মতই এটিও একটি ইতিহাস ঐতিহ্যে ধারণ করে। যদিও শাহ শরীফ জামে মসজিদটি নির্মাণ হয়েছে মোগল আমলে। জানা যায় আনুমানিক ১৩১৫ খ্রিষ্টাব্দের দিকে কিংবা তার আগের কোন এক সময় হযরত শাহ শরীফ চিশতিয়া বোগদাদী (রাঃ) এর নির্দেশে সূদুর ইরাকের বোগদাদ থেকে তার ভক্ত হায়াত আবদে করিম এ অঞ্চলে আসেন। তখন এ অঞ্চলের শাসক ছিলেন জোতদার হিন্দু রাজা নাটেশ্বর। বিভিন্ন কৌশলের মাধ্যমে হায়াত আবদে করিম নাটেশ্বরের অধীনে কোতোয়াল (রাজার প্রতিরক্ষা বাহিনীর) পদে চাকুরী নেন। অল্প কিছু দিনের মধ্যে রাজার মন জয় করেন তিনি। তার আচার আচরণে মুগ্ধ হয়ে রাজা নাটেশ্বর পাহাড়ের গহীন বনের ভেতরে ইবাদত করার জন্য পরোক্ষ ভাবে একটি মসজিদ তৈরির নির্দেশ দেন। এবং কি পরপরই তৈরি হয় মসজিদটি। ঠিক তেমনি ভাবে ২০০ বছর আগের শেখ তাগের আলী মজুমদার ও তৎকালীন আমলে কোন না কোন ভাবে আল্লাহর ইবাদতের জন্য এই মসজিদটি নির্মাণ করেন। উপজেলা চত্তরের পাশ ঘেরা পূর্ব উত্তরে তাহেরপুর গ্রামে অবস্থিত মিয়াবাড়ী জামে মসজিদটিও পর্যটকসহ এ অঞ্চলের মানুষের ঐতিহ্যের এক অনন্য দৃষ্টান্ত ধারণ করে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads