• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
পুলিশের ধাওয়ায় শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

পুলিশের ধাওয়ায় শ্রমিকের মৃত্যু

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২১

আশুলিয়ায় ডিইপিজেডের সামনে শ্রমিক বিক্ষোভে পুলিশের ধাওয়ায় সরে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটির সাথে মাথায় আঘাতে পেয়ে জেসমিন বেগম নামে এক নারীশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে হাসপাতালে নেওয়ার পথে নারী পোশাক শ্রমিক জেসমিন বেগমের মৃত্যু হয়। তিনি ডিইপিজেডের গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেডের জুনিয়র অপারেটর হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পরিচালক পুলিশ সুপার আসাদুজ্জামান।

জানা গেছে, গতকাল সকালে বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের লেনী ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন। তারা এক মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জেসমিন বেগম নামে এক শ্রমিক দৌড়াতে গিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে মাথায় ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।

ডিইপিজেডের জিএম আবদুস সোবহান জানান, ওই কারখানার শ্রমিকরা কোন এক ফেসবুক মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুল খবর জানতে পারে যে, তাদের আজ বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এরপর শ্রমিকরা কারখানার সামনে জমায়েত হলে মাইক দিয়ে তাদের জানিয়ে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষ কোনো মেসেজ দেয়নি। তারা ভুল খবর পেয়েছেন। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এছাড়া এঘটনার সময় অন্য একটি কারখানার (গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড) শ্রমিক দৌড়ে পালাতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুতের খুঁটিতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads