• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মেহেরপুরে করোনায় দুই জনের মৃত্যু

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

মেহেরপুর করোনা আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহেরা খাতুন (৬১) ও আব্দুল হান্নান (৬৪) নামের দুই জন করোনা রোগী মারা গেছেন। এনিয়ে জেলাতে ৩০ জন করোনা আক্রান্তে মারা গেলেন।

আজ বৃহস্পতিবার সকালে এদের দুজনের মৃত্যু হয়। সাহেরা খাতুন মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের আলতাফ হোসেন স্ত্রী এবং আব্দুল হান্নান গাংনী উপজেলার মটমুড়া গ্রামের রহিম বক্সের ছেলে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মোখলেসুর রহমান জানান, সাহেরা খাতুন গত ১৫ জুন এবং আব্দুল হান্নান ১০ জুন করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে আক্রান্তের হার বেড়েই চলেছে। গত এক সপ্তাহে মেহেরপুরে করোনা আক্রান্ত হয়েছে ১৭৪ জন। এর মধ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন। এদের মধ্যে আরো দুইজনের অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads