• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

রাঙ্গাবালীতে সড়ক ভেঙে চালক আহত

  • রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সড়ক ভেঙে মালবাহী টমটম খাদে পড়ে এক চালক আহত হয়েছে।

গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সাগড়দি হসপিটালে ভর্তি করা হয়।

জানা যায়, চালিতাবুনিয়া থেকে চিনাবুনিয়া উদ্দেশ্যে সিমেন্ট বোঝাই করে একটি টমটম যাচ্ছিল। প্রায় বছরখানেক আগে থেকে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও সড়কের নিচ থেকে মাটি সড়ে গিয়ে যাতায়াতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিকল্প পথ না থাকায় ওই সড়ক এ দুর্ঘটনার শিকার হোন চালক চাঁনমিয়া। সড়কটি ভেঙে যাওয়ায় মানুষের যাতায়াতসহ ইমাজেন্সী রোগী পরিবহনের বিঘ্ন ঘটছে। এতে চরম দুর্ভোগে আছে ওই ইউনিয়নের অধিবাসীরা।

চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান মুু.জাহিদুর রহমান জাহিদ বলেন, সড়ক ভেঙে এক চালক আহতে ঘটনা শুনেছি। শীঘ্রই উর্ধ্বতন কতৃপক্ষের সাথে সংস্কারের ব্যাপারে আলাপ করবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads