• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
দিনাজপুরে লকডাউন বাড়ল আরো ৭ দিন

প্রতীকী ছবি

সারা দেশ

দিনাজপুরে লকডাউন বাড়ল আরো ৭ দিন

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুন ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি অব্যাহত থাকায় সদর উপজেলায় চলমান কঠোর লকডাউন আরো সাতদিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৮ জুন মধ্য রাতে দ্বিতীয় দফার লকডাউন শেষ হবে। গত রোববার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে প্রথম দফায় গত ১৫ জুন সকাল ৬টা থেকে ২১ জুন রাত ১২টা পর্যন্ত সদর উপজেলায় সাত দিনের লকডউন ঘোষণা করেন জেলা প্রশাসক। লকডাউনে সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে শহরে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করবে।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা সোহেল মিয়া, ইউনিটি ফর এনজিওস দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন শাহ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads