• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

দোহারে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুন ২০২১

মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই এই স্লোগানে ঢাকার দোহারে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আয়োজনে ও পায়াকট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজ্যুয়ালের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. সাইফুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, পায়াকট বাংলাদেশ এর কনসালটেন্ট রেহান উদ্দিন আহমেদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিয়া উদ্দিন, মনিটরিং অফিসারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads