• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
লকডাউনের প্রথম দিনে মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লকডাউনের প্রথম দিনে মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজট

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ জুন ২০২১


সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে আজ মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ৮ কিলোমিটার জুড়ে যানযট দেখা দিয়েছে।

লকডাউনের প্রথম দিনে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদী বাসস্ট্যান্ড থেকে ভবেরচর কলেজ রোড পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার এলাকায় জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে পণ্যবাহী, চিকিৎসাসহ বিভিন্ন সেবামূলক গাড়িগুলো যানজটে আটকে থাকে দীর্ঘ সময় ধরে।

এছাড়া রাত থেকে বৃষ্টি হচ্ছে। গজারিয়া অংশের রাস্তাঘাটের অবস্থাও বেশ একটা ভাল না। যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

ভিটিকান্দি বাসস্ট্যান্ডে ঢাকাগামী পিকআপ ভ্যানের চালক ইব্রাহিম খলিল বলেন, লকডাউনের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল কমে গেছে এবং ছোট ছোট যানবাহন চলাচল বেড়েছে।

চান্দিনার নূরীতলা গ্রামের বাসিন্দা দীপক মজুমদার ও তার স্ত্রী সুমা রানী মজুমদার বলেন, আমার সন্তান খুব অসুস্থ। এক ঘন্টা ধরে আনারপুরা বাসষ্ট্যান্ডে যানজটে আটকে আছি। যানজট কখন শেষ হবে আর কখন হাসপাতালে যাবো। 

নয়াকান্দী গ্রামের ছামাদ মিয়া কাজ করেন ঢাকায়। কথা হয় তার সাথে। তিনি বলেন, সরকার তো লকডাউন ঘোষণা করেই শেষ। ঘরে খাবার দিবে কে? কাজ না করলে খাব কি? আগেরবার তো দেখলাম সব ত্রাণ সরকারের নেতাকর্মীরাই খেয়ে ফেলেছে।


রিক্সাচালক রাসেল মিয়া জানান, করোনা আর লকডাউনে আমাগো কি করব? আমরা খেটে খাওয়া মানুষ। কাজ করতেই হবে। কত মানুষেরে কইলাম আমারে একটা ঘর দেন। দিল না কেউ। থাকার ঘর নাই বলে বউটা চলে গেল। নিজের একটা রিক্সা নাই। ঘর নাই তাই বউ নাই।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  কামাল উদ্দিন বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে গাড়ি চালকরা নিয়ম ভঙ্গ করে চালানোর কারণেই যানজট সৃষ্টি হচ্ছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইছ উদ্দিন বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ যানজট নিরসনে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads