• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নিহত, আহত ১৫

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় কলেজছাত্র নিহত, আহত ১৫

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জুন ২০২১

ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষে আরিফ হোসেন নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততো ১৫ জন। জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে  আটক  করেছে  পুলিশ।  নিহত  আরিফ  উপজেলার  ছোনউটা  গ্রামের শিক্ষক শাহআলম আকন লাল মিয়ার পুত্র। সে বাগেরেহাট সরকারি পিসি কলেজের অর্নাস ৩য় বর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় স্থানীয় ছোনাউটা এরাকায় পিকনিকের আয়োজন করে বিজয়ী  ইউপি সদস্য মজিবর রহমানের সমর্থকরা। এ সময় পরাজিত মেম্বর প্রার্থী ফারুক মিয়ার কর্মী আলী হোসেন রাস্তা দিয়ে হেটে যাবার সময় মজিবর রহমানের সমর্থকরা তাকে আটকে বেঁধে রাখে। এ খবর পেয়ে ফরুকের লোকজন আটক আলী হোসেনকে ছাড়াতে আসলে উভয়ের মধ্যে সংর্ঘষ বাধে। সংর্ঘষে রামদা ও দা এর কোপ ও লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়। এদের মধ্যে কলেজ ছাত্র আরিফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনটার দিকে কলেজ ছাত্র আরিফ হোসেন মারা যায়।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহত আরিফের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads