• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯

সারা দেশ

গোয়ালন্দে ব্যস্ত সময় কাটাচ্ছে কামার 

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুন ২০২১

বছরজুড়ে কষ্টের সময় কাউকে কাছে না পাওয়ার আক্ষেপ তাদের। প্রচণ্ড আগুনের তাপ আর হাড়ভাঙা খাটুনি যাদের জীবন সঙ্গী সেই লোহা শিল্পের শ্রমিকদের চলছে ব্যস্ত সময়। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবারো সরব হয়ে উঠছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কামারগুলো। বছরজুড়ে সামান্য কাজ আর অবসরে কাটলেও ইতোমধ্যে ঈদুল আজহায় সরব হয়ে উঠছেন তারা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বাজার এলাকায় বেশ কিছু পরিবার এই লোহা শিল্পের সঙ্গে জড়িত। করোনায় এই পরিবারগুলোতে সেই মতো কাজকর্ম না থাকলেও জীবন-যাপন করতে হয়েছে অমানবিকভাবে। সরকারি-বেসরকারি কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে এতো দিন ধরে চলছে তাদের জীবন। পারিবারিকভাবে লোহা পিটিয়ে মানুষের প্রয়োজনীয় দরকারি উপকরণ বানানোর শিক্ষা পাওয়া এসব শ্রমিকরা লোহা পিটিয়ে ঈদ উপলক্ষে তারা এখন দা,বটি,ছুড়ি,তাশকাল, কোড়াল সহ বিভিন্ন সামগ্রী তৈরি করছেন তারা। তাদের আশা কিছু অর্থ উপার্জন হবে হয়তো। কাঁচা মালের দাম বৃদ্ধি আর সেই মতো সাহায্য সহযোগিতা না পাওয়ায় তাদের পারিবারিক ঐতিহ্য এখন ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। সবার ভাগ্যের পরিবর্তন হলেও পরিবর্তন নেই তাদের। তাই তো আক্ষেপ নিয়ে তারা বলেন, কামারদের কাজের মূল্যায়ন সহ সরকারী বেসরকারী সহযোগিতা কামনা করেন তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads