• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
করোনায় টাঙ্গাইল জেলা আ. লীগের সহ-সভাপতি শামীমের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনায় টাঙ্গাইল জেলা আ. লীগের সহ-সভাপতি শামীমের মৃত্যু

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ রকিব শামীম মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ঠান্ডা-জ্বর, কাঁশি, শরীর ব্যথা অনুভব হলে গত ১৮ জুন তিনি করোনা ভাইরাসে নমুনা দেন। গত ২০ জুন রিপোর্টে জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। ২২ জুন তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত তিনি কিডনি সমস্যা ভুগছিলেন। বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ মাঠে তার নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছে।

তার মৃত্যুতে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রাইফেল ক্লাবের সভাপতি ড. মো. আতাউল গনি গভীর শোক প্রকাশ করে পরিবরের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৪৫ জন ও মোট মৃত্যু ১০৬ জন।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার (২২ জুন) থেকে সপ্তাহ ব্যাপি টাঙ্গাইল, এলেঙ্গা ও শুক্রবার (২৫ জুন) থেকে কালিহাতী পৌরসভা এলাকায় কঠোর বিধি নিষেধ চলছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads