• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
শিমুলিয়ায় করোনা উপেক্ষা করে যাত্রী স্রোত, চলছে ১৫ ফেরি

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শিমুলিয়ায় করোনা উপেক্ষা করে যাত্রী স্রোত, চলছে ১৫ ফেরি

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুন ২০২১

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজ শুক্রবার সারা দিন ছিল যাত্রীচাপ। ছুটির দিনে সকাল বেলা হতে যাত্রী চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী চাপও বৃদ্ধি পায়। ফেরিতে চরে মাদারীপুরের বাংলাবাজার ঘাট হতে যাত্রীরা এপারে আসছে। তবে শিমুলিয়া ঘাট হতেও কিছু যাত্রী ওপারে বাংলাবাজার ঘাটেও যাচ্ছে।

সরকার ঘোষিত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে গাড়ি এ সমস্ত যাত্রীরা পারাপার হচ্ছে। শাটডাউন ঘোষণার আশঙ্কায় যাত্রীদের ভিড় বেড়ে গেছে ঘাটে। সড়কে চেকপোস্ট বসিয়েও আটকানো যাচ্ছে না যাত্রীদের।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বিকালে জানান,শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি সচল রয়েছে। ঘাটে গাড়ির চাপ নেই। স্বাভাবিকভাবেই পন্যবাহী ও সেবমূলক কাজে নিয়োজিত গাড়ি পারাপার হচ্ছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছেন। ফেরিতে গাড়ি উঠানোর সময় তারা ফেরিতে উঠে পরছেন।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন বলেন, মাদারীপুরের কাঠালবাড়ি ঘাট হতে ফেরি ভরে যাত্রীরা এপারে আসছে। সকালে যাত্রী চাপ কম থাকলেও বিকালে যাত্রী চাপ বাড়ছে। শিমুলিয়াঘাটের প্রবেশমুখে চেকপোস্ট রয়েছে। তবে এপার হতে খুব কমসংখ্যাক যাত্রীই ওপারে যাচ্ছে। মূলত শাটডাউন ঘোষণার আশঙ্কায় মানুষের ভিড় বেড়েছে ঘাট এলাকায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads