• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর দাড়িয়ে বক্তৃতা, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর শ্রদ্ধাজানানো ফুল সরিয়ে সেখানে দাড়িয়ে থেকে বক্তৃতা করার অভিযোগ উঠেছে। এতে করে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী প্রেমীরা। এ কাজের জন্য ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

জানাযায়, ২৩ জুন বুধবার ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী এ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন পিংনা ইউনিয়ন আওয়ামী লীগ। সেদিন সকালে ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো ফুলের তোরা সরিয়ে সেখানে পা তুলে দাড়িয়ে থেকে বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু ও পিংনা ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন, যা ১৯৭৫,এর বর্বরতার সামিল বলে দাবি সচেতন মহলের।

এ বিষয়ে পিংনা ইউনিয়ন যুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাশেম আলী জানান, একজন সভাপতি-সম্পাদক ও চেয়ারম্যান হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির উপর দাড়িয়ে বক্তব্য দিবে এটা কি করে সহ্য করা যায়? তাই আমি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হিসাবে সকল মুক্তিযোদ্ধার পক্ষে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই সেই সাথে এর সুষ্ঠ বিচার দাবি করছি।

উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ ক্ষোভ এবং এ নেক্কার জনক ঘটনার প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা কে এম ছানোয়ার হোসেন জানান, ওরা মিছিল নিয়ে এসে আমাদের মুক্তিযোদ্ধাদের ডেকে সেখানে নেয় পরে আমরা সেখানে পতাকা তুলি এবং ফুল দিয়ে আবার মুক্তিযোদ্ধা সংসদের ভিতরে প্রবেশ করি হঠাত করেই তারা প্রতিকৃতির উপর উঠে বক্তৃতা করে যা খুবই দুঃখ জনক।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হারুন উর রশিদ বলেন, এমন ঘটনার কোন ছবি বা ভিডিও আমার নজরে আসেনি। যদি এমনটা হয়ে থাকে, তাহলে অনিচ্ছাকৃত হতে পারে। তবে স্থানীয় নেতাকর্মীদের সচেতন হওয়া উচিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads