• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কঠোর লকডাউনের খবরে ঘাটে বাড়ী ফেরা মানুষের ভিড় অব্যহত 

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুন ২০২১

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে শনিবার ভোর থেকেই ঢাকা ফেরত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন হতে যাচ্ছে, এই জন্য ঢাকা ছাড়তে শুরু করছে সাধারণ মানুষ। এর আগে (২২ জুন) রাজবাড়ীসহ ঢাকা বিভাগের সাতটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে কঠোর বিধি-নিষেধ আরোপ করে মন্ত্রীপরিষদ বিভাগ। কিন্তু এরপরও ঢাকামুখি ও ঢাকা ফেরত মানুষকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আসতে দেখা গেছে। যারা এই বিধিনিষেধ অমান্য করে ঢাকায় যাচ্ছেন ও ঢাকা থেকে ফেরত আসছেন তাদের অনেকেরই ধারনা লকডাউন ঈদ পর্যন্ত হতে পারে। তাই এই ধারণা থেকে সংক্রমণের ঝুকি মাথায় নিজে নিজ নিজ গন্তব্যে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তারা।

সরজমিনে আজ শনিবার (২৬ এপ্রিল) দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, প্রখর রোদের মধ্যে ব্যাগ, লাগেজ সহ নানান প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাত্রীরা গন্তব্যে ছুটছেন। কেউ কেউ পরিবার নিয়ে যাতায়াত করেছেন। কারও কারও কোলে আবার আছে শিশুসন্তান। এর থেকেও ভয়ংকর বিষয় হলো যারা ঢাকা যাচ্ছেন ও ঢাকা থেকে আসছেন তাদের মধ্যে অনেকেই মানছেন না স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব। অনেকেই দেখা গেছে ভিড়ের ভিতর থাকা সত্ত্বেও মাস্ক পরেন নাই। থুতনির নিচে মাস্ক রেখে দিয়েছেন। 

ঢাকা ফেরত যাত্রী বিল্লাল হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, ভাড়া মোটরসাইকেল করে যাচ্ছেন যশোর।  তিনি বলছিলেন ঢাকায় ছোট্ট একটা অফিসে পিয়ন হিসেবে কাজ করেন। গতকাল রাতে বস বললেন কাল থেকে তোমাদের ছুটি, তোমরা বাড়ি চলে যাও, বস বেতনের কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন লকডাউন শেষ হলে চলে এসো। তাই এক প্রকার বাধ্য হয়েই সন্তানদের কথা মনে করে  বাড়ি ফিরছি।

আরো কথা হয় একটি বাংলা রেষ্টুরেন্ট এর বাবুর্চি মনার সাথে তিনি যাবেন খুলনা, তিনি বলছিলেন ইচ্ছে করছে মরে যাই লকডাউন হলো আমাদের মত নিন্মা আয়ের মানুষের জন্য অভিসাপের মত। সোমবারের লকডাউনের কথা শোনার পরে  সিদ্ধান্ত রেস্টুরেন্টে বন্ধ থাকবে তাই বাড়ি যাওয়া। আমি ২১হাজার ৮০০ টাকা পাইতাম মালিক ৫ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়েছে। আর বলেছে রেস্টুরেন্টে থাকতে পারবা খেতেও পারবা কিন্তুু বেতন পাবা না। সেজন্য পরিবারের কথা চিন্তা করে বাড়ী ফিরে যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, সোমবার থেকে কঠোর লকডাউনে কথা শুনে ঘাটে মানুষের ভিড় বেড়েছে। পথে প্রশাসনের বাধা পেলেও বিকল্প সড়ক দিয়ে তাড়া ঘাটে আসছেন। তাদেরকে আটকানো সম্ভব হচ্ছে না। সেজন্য ফেরিতে যাত্রীদের ভিড় রয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৪ টি ফেরি যানবাহন পারাপার করছে বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads