• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অনুমোদন ছাড়াই চলছে বহুতল ভবন নির্মাণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

অনুমোদন ছাড়াই চলছে বহুতল ভবন নির্মাণ

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২১

পৌরসভার বহুতল ভবন নির্মাণ আইন অমান্য করে মানিকগঞ্জের দাশড়া এলাকায় এক শতাংশ ভূমির ওপর ইমারত নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, পৌরসভার ৫ নং ওয়ার্ডের দাশড়া মৌজায় এক শতাংশ জমির ওপর পৌরসভার অনুমোদন ছাড়া ও বিল্ডিং কোড অমান্য করে পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মাণ করছেন শিপ্রা রানী সাহা। পৌর কর্তৃপক্ষ বার বার ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দিলেও ভবন নির্মাণকাজ বন্ধ করেননি তিনি। ভবন নির্মাণকারীকে লোক দেখানো নোটিশ দিলেও নির্মাণকাজ বন্ধ রাখতে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি পৌর কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, এক শতাংশ জায়গার উপর পাঁচতলা ভবনের এক তলার ছাদ ঢালাইয়ের কাজ প্রায় শেষের দিকে। নির্মাণাধীন ভবনটির সঙ্গেই রয়েছে পল্লী বিদ্যুতের লাইন সংযুক্ত খুঁটি। ঝুঁকি নিয়ে ভবনটির নির্মাণ কাজ করছে শ্রমিকরা।

স্থানীয়রা জানান, পৌরসভার দাশড়া মৌজার এসএ ১৫৩৭,আর এস ১৯০২ নং দাগের ডোবা ভূমির এক আনার এক শতাংশ ভূমির দক্ষিণ দিক দিয়ে পূর্ব-পশ্চিমে লম্বালম্বি ছয় ফুট প্রশস্ত চলাচলের রাস্তার জন্য পদাধিকার পত্রে মালিক এলাকাবাসী। সেই চলাচলের রাস্তা দখল করে পাঁচতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে শিপ্রা রাণী সাহা।

এ ব্যাপারে নির্মাণাধীন ভবনটির মালিক শিপ্রা রাণী সাহা বলেন, পৌরসভার অনুমোদন নিয়েই ভবন নির্মাণ করছি। পৌরসভার ইঞ্জিনিয়াররা প্রতিনিয়তই নির্মাণ কাজ তদারকি করছে। এলাকাবাসী ঈর্ষান্বিত হয়ে ভবন নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এ নিয়ে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের নিয়ে সালিশও হয়েছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিল্লাল হোসেন বলেন, শিপ্রা রানী সাহা এক দশমিক এক শতাংশ জায়গার ওপর পাঁচ তলা ভবন নির্মাণের আবেদন করলে পৌরসভার নির্মাণ কমিটি চারতলা পর্যন্ত নির্মাণের অনুমোদন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু অনুমোদনপত্র এখনো শিপ্রা রানীকে হস্তান্তর করা হয়নি। এর আগেই তিনি বেআইনীভাবে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা বলেন, এলকাবাসী ওই ভবনের নির্মাণ কাজ বন্ধে পৌরসভায় আবেদন করলে মেয়র মহোদয় আমাকে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে আমি নির্মাণ কাজ বন্ধ করে দেই এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবগত করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads