• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নড়িয়ায় কলেজছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ

  • প্রকাশিত ২৭ জুন ২০২১

নড়িয়া উপজেলা প্রতিনিধি


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাকসুদা (১৭) নামের এক কলেজছাত্রী প্রায় দুই সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে নড়িয়া থানায় শেখর শেখ (৩৫) নামে এক যুবক সহ আরও ৪ জনকে আসামি করে
একটি লিখিত অভিযোগ করেছেন ভিকটিমের মা তাছলিমা বেগম। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিখোঁজ মাকসুদা নড়িয়া সরকারী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ও নড়িয়া পৌরসভার পাইকপাড়া এলাকার কামাল কাজীর মেয়ে। অভিযুক্ত শেখর শেখ নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাষ্টার হাফেজ শেখ এর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুন মাকসুদাদের বাড়ির সামনের রাস্তা থেকে শেখর শেখ (৩৫) আরও কয়েক জনকে সঙ্গে নিয়ে একটি কালো প্রাইভেট কারে করে মাকসুদাকে উঠিয়ে নিয়ে যায়। এসময় তার চিৎকারে পরিবার ও আসে পাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শেখর দেশীয় অস্ত্র দিয়ে তাদের ভয় দেখিয়ে গাড়ি চালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে শেখরের সাথে যোগাযোগ করলে, অভিযুক্ত শেখর কলেজ ছাত্রীর মায়ের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তপন দাবী করে।

ওই ছাত্রীর মা ও বাদী তাছলিমা বেগম বলেন, ‘শেখর শেখ গত দুই সপ্তাহ আগে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের বাড়ির সামনে থেকে আমার মেয়েকে একটি কালো গাড়িতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আমরা বিভিন্ন মাধ্যমে শেখরের সাথে যোগাযোগ করলে সে আমাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপন না দিলে আমার মেয়েকে হত্যার হুমকি দেয়। আমি গরিব মানুষ, ৩ লক্ষ টাকা জোগাড় করে মুক্তিপন দিয়ে আমার মেয়েকে মুক্ত করতে পারিনি। বর্তমানে শেখর এর সাথেও কোন যোগাযোগ করতে পারছিনা। আমি আমার মেয়ের সন্ধান চাই।’ 

অভিযুক্ত শেখর শেখ এর মা শিরিন বেগম বলেন, ‘আমাদেরকে সামাজিক ভাবে হেয় ও প্রতিপন্ন করার জন্য আমার ছেলের ও আমাদের নামে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগটি সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর মুঠোফোনে জানান, ‘নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। আশা করি খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে পারবো।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads