• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯
শুদ্ধাচার পুরস্কার পেলেন আখাউড়ার ইউএনও মোহাম্মদ নুরে-এ আলম

সংগৃহীত ছবি

সারা দেশ

শুদ্ধাচার পুরস্কার পেলেন আখাউড়ার ইউএনও মোহাম্মদ নুরে-এ আলম

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ  ইউএনও হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেলেন  আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরে-এ আলম।  শনিবার  সন্ধ্যায় জেলা প্রশাসকের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনসহ অতিথিরা ২০২০-২১ অর্থবছরের শ্রেষ্ঠ ইউএনও’র পুরস্কার তাঁর হাতে তুলে দেন।

তৃণমূল পর্যায়ে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া, মাঠ পর্যায়ে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়নের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সরকারি কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের শুদ্ধাচার বিষয়ক মূল্যায়নের ভিত্তিতে শুদ্ধাচার চর্চায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ  তাকে এ পুরস্কার  প্রদান করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে তিনি উপজেলার বিভিন্ন ক্ষেত্রে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলার সংশ্লিষ্ট বিভাগসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম দূরীকরণে তার দৃশ্যমান পদক্ষেপ উপজেলায় ব্যাপকভাবে প্রশংসিত হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-এ আলম  বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আমাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেইসাথে উপজেলার সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পুরস্কারের সম্মান ধরে রেখে যেন আগামীতেও ভাল কাজ করে যেতে পারি এ জন্য তিনি  সকলের সহযোগিতা কামনা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads