• বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

লালপুরে আড়াই লক্ষাধিক টাকাসহ ৯ জুঁয়াড়ি আটক

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুন ২০২১

নাটোরের লালপুরে জুঁয়া খেলার সময় আড়াই লক্ষাধিক নগদ টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করেছ র‍্যাব।

গতকাল রোববার রাতে উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের ঝাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে ২ লক্ষ ৫৬ হাজার ৬৬০ নগদ টাকা, ৩টি মোটরসাইকেল, মোবাইলফোন ও জুঁয়া খেলার তাসসহ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

আটককৃতরা হলো ঈশ্বরদী গ্রামের জাব্বার শেখের ছেলে গোলাম মোস্তফা মোস্ত (৩১), শ্রীরামগাড়ী গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনিছুর রহমান (৩৮), জালাল উদ্দিনের ছেলে আব্বাস আলী (৫০), আলাউদ্দিনের ছেলে ফজলু (৩৮), বিলমাড়িয়া গ্রামের সাজদার মন্ডলের ছেলে হানিফ মন্ডল(৩৫), রুপুপুর গ্রামের হামজাল হোসেনর ছেলে হৃদয় হাসান (২১), সাজাদপুর থানার মসিপুর গ্রামের আনিসুরের ছেলে আসাদুজ্জামান (৫৫), দিয়ার বাগইল গ্রামের আব্দুস সামাদেন ছেলে আলমগীর হোসেন (৪৮), ঈশ্বরদীর রিহমপুর গ্রামের হায়দারের ছেলে মামুন ফেরদৌস (৪০)।

র‍্যাব জানায়, র‍্যাব-৫, নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী এর নেতৃত্বে র‍্যাব এর একটি দল শনিবার রাতে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads