• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
৪০০ বস্তা আলু নিয়ে মেঘনায় ট্রলার ডুবি, নারী নিখোঁজ

প্রতীকী ছবি

সারা দেশ

৪০০ বস্তা আলু নিয়ে মেঘনায় ট্রলার ডুবি, নারী নিখোঁজ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন ২০২১

মুন্সীগঞ্জ-মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ৪০০ বস্তা আলু নিয়ে ট্রলার ডুবে গেছে। এতে বেলায়াতুন নেসা (৫২) নামে একজন নারী নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ নারী বেলায়াতুন নেসা মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লার চর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী।

আজ মঙ্গলবার সকালে গজারিয়া ইউনিয়নের কাজিরগাও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ে আলু বোঝাই ট্রলার ডুবে যায়।

গজারিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, মুন্সিগঞ্জ সদরের নদী তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রলারটি পথিমধ্যে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় তিনজন পুরুষ সাঁতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ আছে। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের ডুবুরিদল ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads