• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
হাট মাতাবে ‘পাগলা বস’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাট মাতাবে ‘পাগলা বস’

  • প্রকাশিত ২৯ জুন ২০২১

মামুন হোসেন, সাতক্ষীরা সদর 

প্রতি বছরই কোরবানির পশুর হাটে চমক হিসেবে থাকে বিশেষ কিছু গরু। এবার কোরবানির ঈদে সবার দৃষ্টি কেড়েছে জেলা সদরের রইছপুর গ্রামের আমজাদ হোসেনের ষাঁড়, যার নাম দিয়েছেন ‘পাগলা বস’। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পশুর হাট না বসলেও ইতোমধ্যেই আলোচনায় এসেছে এই ‘পাগলা বস’। গত বছর ইচ্ছে থাকলেও ভালো দাম না পাওয়াই বিক্রি করেননি তিনি। তবে গত বছরের চেয়ে এ বছর তার ষাড় দেখতে আরও সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে। পাগলা বসকে তিন বছর সাত মাস যাবত অনেক যত্ন দিয়ে পালন করছেন আমজাদ হোসেনের পরিবার। আমজাদ হোসেন বলেন, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়ের ওজন প্রায় ৩০ মণ। বিশাল আকারের এই গরুটির পরিচর্যা করা খুবই কঠিন। সারাদিনই ‘পাগলা বসে’র যত্ন করতে হয়। খাওয়ানো গোসল করানো, চিকিৎসাসহ সব কিছুর লক্ষ্য রাখেত হয়। সবচেয়ে ভালো দিক হলো ঘাষ কুড়া পালিশ লতাপাতা খেতে বেশি পচ্ছন্দ করে ‘পাগলা বস’। তিনি বলেন, গরুর বুকের ব্যাস ৮ ফুট ১০ ইঞ্চি দৈর্ঘ্য ৬ ফুট ১০ ইঞ্চি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads