• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯
নোয়খালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

নোয়খালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

  • সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন ২০২১

নোয়খালীর সুবর্ণচরের পৃথকস্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে আফসার (৫) ও আরমান (৫) এবং মাহি (২) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার উপজেলা চরওয়াপদা ইউনিয়নের ও চরক্লার্ক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফসার চর কাজী মোখলেছ গ্রামের হোরণ মিয়ার ছেলে এবং অপর শিশুর আরমান হোসেন চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মাহি চরওয়াপদা ইউনিয়নের চর কাজী মোখলেছ গ্রামের মিলনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশু তিনটি ঘরে খেলাধূলা করছিলো। পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পরে সন্দেহ হলে পুকুরে জাল মেরে খুঁজতে থাকেন। এক পর্যায়ে জালের সাথে লেগে ডুবন্ত অবস্থায় শিশু আফসারকে এবং আরমানকে ভাসমান অবস্থায় দেখতে পায় এবং বিকেলে দিকে মাহিকে পুকুরে ডুবন্ত অবস্থায় পেয়ে উদ্ধার করে ৫০শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার দেবজ্যোতি বলেন, শিশু তিনটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। হাসপালে আনার আগে তারা মারা যান।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার বলেন, বিষয়টি আমি শুনেছি। কেউ থানায় অভিযোগ করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads