• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
হালুয়াঘাটে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত

  • প্রকাশিত ৩০ জুন ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 


সোমবার দিবাগত রাত থেকে টানা ৩ দিনের বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ময়মনসিংহের হালুয়াঘাট  উপজেলার জনজীবন। স্থবির হয়ে পড়েছে সকল কার্যক্রম। নেমে এসেছে চরম দুর্ভোগ। অবিরাম বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে মৎস্য ঘের। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। এ যেন এ জনপদের মানুষের উপরে মরার উপর খাড়ার গাঁ।

টানা বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলে বীজ তলা, পুকুর, রাস্তা ঘাট,মৎস্য ঘের, ও বাড়ির আঙিনা তলিয়ে গেছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘরের বাইরে না যেতে পারায় তাদের সংসারে চলছে চরম দুর্ভোগ। শুধু তাই নয় যানবাহনের চালকরা পড়েছে বিপাকে। দু’চারটি যানবাহন বের করা হলেও বেড়েছে ভাড়ার পরিমাণ, ফলে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। ব্যবসায়ীরা ক্রেতার জন্য বসে থাকলেও মিলছে না তেমন ক্রেতা। অলস সময় পার করছেন ইজিবাইক, ভ্যান ও অটো চালকরা। টানা বৃষ্টির ফলে বাজারে আসতে পারছেন ক্রেতা। বিক্রেতাদের দুর্ভোগ চরমে উঠেছে। এদিকে টানা বৃষ্টিতে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে দু’চিন্তায় দিন কাটাচ্ছে।

হালুয়াঘাটের ভ্যান চালক ইছব আলী বলেন, বৃষ্টির কারণে রাস্তা ঘাটে মানুষ নেই। ভ্যান চালিয়ে তাকে জীবিকা নির্বাহ করতে হয়। মানুষ না থাকায় চরম বিপাকে পড়েছেন তিনিসহ শত শত ভ্যানচালক। যাদের একমাত্র আয়ের উৎসই হচ্ছে ভ্যান চালানো। এ দিকে উপজেলার বিলডোরা ইউনিয়নের গৃহিণী হ্যাপি আক্তার বলেন, টানা বর্ষায় আমার দুটি পেঁপে গাছ ভেঙ্গে পড়েছে।

উপজেলা মৎস্য অফিসার মো.ফরিদুল ইসলাম  বলেন,হালুয়াঘাটে কয়েক দিনের টানা বর্ষণে মৎস্য ঘের তলিয়ে যাচ্ছে । মৎস্য চাষিদের মাছ টিকিয়ে রাখতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads